উধম সিং নগর জেলা
উধম সিং নগর জেলা উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম একটি জেলা। রুদ্রপুর শহরে জেলা সদর দপ্তর অবস্থিত। এ জেলা সাতটি তহশিল নিয়ে গঠিত, যথা বাজপুর, গদরপুর, জসপুর, কাশীপুরে, কিচ্ছা, খতিমা, সিতারগঞ্জ । উধম সিং নগর জেলা তারাই অঞ্চলে অবস্থিত এবং উত্তরাখণ্ডের কুমাওন বিভাগের অন্তর্ভুক্ত। এধম সিং নগর জেলার উত্তরে নৈনিতাল জেলা, উত্তর-পূর্বে চম্পাবত জেলা, পূর্বে নেপাল, দক্ষিণে ও পশ্চিমে উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলী, রামপুর, মোরাদাবাদ, পিলিভিট এবং বিজনোর জেলা অবস্থিত। অক্টোবর ১৯৯৫ সালেমায়াবতী সরকার কর্তৃক নৈনিতাল জেলার বাইরে উধম সিং নগর জেলা প্রতিষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বিপ্লবী উধাম সিংয়ের নামে জেলাটির নামকরণ করা হয়।[২] ভারতের ২০১১ সালের জনগণনা হিসাবে উধম সিং নগর জেলা হরিদ্বার এবং দেরাদুনের পরে, উত্তরাখণ্ডের ১৩টি জেলার মধ্যে তৃতীয় সর্বাধিক জনবহুল জেলা।[৩] ইঞ্জিনিয়ার এবং কৃষি বিজ্ঞানীদের জন্য খ্যাত গোবিন্দ বল্লভ পান্ত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি রুদ্রপুর থেকে ০৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত। উধম সিং নগর জেলার তহশিলউধম সিং নগর জেলার শহর
জনসংখ্যার উপাত্তভারতের জনগণনা ২০১১ অনুসারে উধম সিং নগর জেলার মোট জনসংখ্যা ১,৬৪৮,৩৬৭ জন,[৩] যা গিনি-বিসাউ এর মোট জনসংখ্যার সমান[৪] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর রাজ্যের মোট জনসংখ্যার সমান।[৫] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৩০৩ তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৪৮ জন বা প্রতি বর্গ মাইলে ১,৬৮০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩৩.৪%। উধম সিং নগর জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৯১৯ জন মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৭৪.৪৪%।[৩]
ভাষাসমূহউধম সিং নগরে কথিত প্রধান ভাষা হ'ল: হিন্দি ভাষা ৭২.১৮% (কুমাওনি ৫.২২%, ভোজপুরি ৩.৬৫%, গড়ওয়ালী ০.৩৫% সহ), উর্দু ভাষা ৬.৩৮%, পাঞ্জাবী ভাষা ১০.০৯%, বাংলা ভাষা ৭.৮৬%, থারু (মৈথিলী ভাষার অধীনে) ২.৮৮%।[৬] তথ্যসূত্র
বহিঃসংযোগ |