উনিওনে স্পোর্তিভা লেচ্চে
উনিওনে স্পোর্তিভা লেচ্চে (সাধারণত ইউএস লেচ্চে অথবা শুধুমাত্র লেচ্চে ইতালীয় উচ্চারণ: [ˈlettʃe] নামে পরিচিত) হচ্ছে লেচ্চে ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির দ্বিতীয় স্তরের ফুটবল লীগ সেরিয়ে বি-এ খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালের ১৭ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইউএস লেচ্চে তাদের সকল হোম ম্যাচ লেচ্চের স্তাদিও ভিয়া দেল মারেতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩১,৫৩৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এউজেনিও কোরিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সাভেরিও স্তিক্কি দামিয়ানি। ইতালীয় মধ্যমাঠের খেলোয়াড় মার্কো মানকোসু এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ঘরোয়া ফুটবলে, ইউএস লেচ্চে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে বি শিরোপা, ৪টি সেরিয়ে চি, ১টি কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি এবং ১টি অ্যাঙ্গলো-ইতালীয় অর্ধপেশাদার কাপ শিরোপা রয়েছে। অর্জনঘরোয়া
তথ্যসূত্রবহিঃসংযোগ
|