পাল্ম দর[টীকা ১] (ফরাসি: Palme d'Or; ইংরেজি: Golden Palm) ফ্রান্সের কান শহরে প্রতি বছর অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার যা সাধারণত উৎসবের সেরা চলচ্চিত্রের পরিচালককে দেয়া হয়। ফরাসি ভাষায় পাল্ম দর-এর অর্থ "স্বর্ণের পাম পাতা" বা স্বর্ণপত্র যাকে ইংরেজিতে অনেক সময় গোল্ডেন পাম বলা হয়। ১৯৫৪ সাল পর্যন্ত এ নামে কোন পুরস্কারের অস্তিত্ব ছিল না; তখন উৎসবটির সর্বোচ্চ পুরস্কার ছিল গ্রঁ প্রি দু ফেস্তিভাল আঁতেরনাসিওনাল দু ফিল্ম যা সেরা চলচ্চিত্র পরিচালককে দেয়া হতো। সে বছর কান শহরের প্রতীক পাম পাতার আদলে একটি পদক নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ১৯৫৫ সালে প্রথম পাল্ম দর প্রদান করা হয় মার্টি সিনেমার জন্য মার্কিন চলচ্চিত্রকার ডেলবার্ট মান-কে।[১]
পুরস্কার বিজয়ী
গ্রঁ প্রি দু ফেস্তিভাল আঁতেরনাসিওনাল দু ফিল্ম
১৯৫৫ সালের পূর্বে এবং ১৯৬৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কারের নাম ছিল "Grand Prix du Festival International du Film" বা "আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বৃহৎ পুরস্কার"। এখানে এই নামে যে চলচ্চিত্রগুলো পুরস্কার পেয়েছে সেগুলো উল্লেখ করা হল। বাকিগুলোর তালিকা "পাল্ম দর" অনুচ্ছেদের অধীনে পাওয়া যাবে।
১৯৫৫ সাল থেকে পাল্ম দর দেয়া শুরু হয়। কিন্তু ১৯৬৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত আবার পুরনো নামে পুরস্কার দেয়া হয়েছিল। পুরনো নামে পুরস্কার পাওয়া সিনেমাগুলোর নাম উপরের অনুচ্ছেদে আছে।
↑This particular Palme d'Or was awarded in retrospect at the ২০০২ festival. The festival's début was to take place in ১৯৩৯, but it was cancelled due to World War II. The organisers of the ২০০২ festival presented part of the original ১৯৩৯ selection to a professional jury of six members. The films were: Goodbye Mr. Chips, La piste du nord, Lenin in ১৯১৮, The Four Feathers, The Wizard of Oz, Union Pacific, and Boefje.