বোঁচাগঞ্জ বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার প্রধান কার্যালয় তথা হেডকোয়ার্টার সেতাবগঞ্জ পৌরসভাতে অবস্থিত ।সেতাবগঞ্জ এই উপজেলা তথা দিনাজপুর জেলার একটি বিখ্যাত শহর যেখানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা ও গুরুত্বপূর্ণ বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহ অবস্থিত ।
বোচাগঞ্জ উপজেলায় ১টি নদী রয়েছে। নদীটি হচ্ছে টাঙ্গন নদী।[২]
ক্রীড়াঙ্গন
বোচাগঞ্জে ফুটবল খেলা বেশি জনপ্রিয়। বিভিন্ন খেলার আয়োজনের জন্যে বোচাগঞ্জের সেতাবগঞ্জ শহরে একটি মিনি স্টেডিয়াম আছে যা শেখ রাসেল মিনি স্টেডিয়াম (সেতাবগঞ্জ বড়মাঠ) নামে পরিচিত। এখানে ক্রিকেট খেলা ও বেশ জনপ্রিয়
যোগাযোগ ব্যবস্থা
এই উপজেলায় তিনটি রেলওয়ে স্টেশন আছে। সেগুলো হচ্ছে মোল্লাপাড়া, সেতাবগঞ্জ ও সুলতানপুর রেলস্টেশন।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
হাজী মোহাম্মদ দানেশ (২৭ জুন ১৯০০- ২৮ জুন ১৯৮৬),অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা।
আব্দুর রৌফ চৌধুরী (১৯৩৭-২০০৭খ্রিঃ), বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী (৩১ জানুয়ারি ১৯৭০-), বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী।