ওয়েলিংটন
ওয়েলিংটন (টেমপ্লেট:IPA-endia[তথ্যসূত্র প্রয়োজন]; ইংরেজি: Wellington, মাওরি: Te Whanganui-a-Tara [tɛ ˈɸaŋanʉi a taɾa] or Pōneke [ˈpɔːnɛkɛ]) হল নিউজিল্যান্ডের রাজধানী শহর। এটি উত্তর দ্বীপ এর দক্ষিণ-পশ্চিম প্রান্তে, কুক স্ট্রেইট এবং রেমুটাকা রেঞ্জ এর মধ্যে অবস্থিত। ওয়েলিংটন হল নিউজিল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর এবং এটি ওয়েলিংটন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিশ্বের দক্ষিণতম রাজধানী। ওয়েলিংটন নগর এলাকাটি হল উত্তর আইল্যান্ডের দক্ষিণাংশের প্রধান জনবহুল এলাকা। নগর এলাকাটি প্রধান চারটি অংশে বিভক্ত: ওয়েলিংটন সিটি,ওয়েলিংটন হারবার-এর প্রান্তে, শহরটির সবচেয়ে জনবহুল অংশ যেখানে শহরের অর্ধেক লোক বাস করে; পরিরুয়া সিটি on পরিরুয়া হারবার-এর প্রান্তে অবস্থিত। এছাড়া লোয়ার হার্ট সিটি এবং আপার হার্ট একত্রে হার্ট ভ্যালি নামে পরিচিত। ২০০৯ সালে পরিসংখ্যান অনুযায়ী ওয়েলিংটন হল জীবযাপনের মানের দিক দিয়ে পৃথিবীর ১২ তম শ্রেষ্ঠ শহর।.[৪] নামওয়েলিংটন শহরটির নাম রাখা হয়েছিল আর্থার ওয়েলেসলে, ওয়েলিংটনের প্রথম ডিউক ওয়াটারলু যুদ্ধের সেনানয়ক এর নামে। গুরুত্বওয়েলিংটন হল নিউজিল্যান্ডের রাজনৈতিক কেন্দ্র । মন্ত্রণালয়সমূহ সংসদ, সরকারি প্রধান অফিসসমূহ সরকারি, নিউজিল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংগঠনের প্রধান অফিসসমূহ, প্রভৃতি ওয়েলিংটনে অবস্থিত। ওয়েলিংটন শহরের প্রাণকেন্দ্রটি শিল্পের সমাহারে সুনিপুনভাবে সাজানো গোছানো। তুলনামূলক ছোট্ট এই শহরটিতে রয়ছে বেশ বড় ধরনের জমজমাট কাফে সংস্কৃতি আর নাইটলাইফ। এছাড়া নিউজিল্যান্ডের চলচ্চিত্র এবং নাট্যকলার দিক থেকেও শহরটি বেশ গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানজলবায়ুশহরটিতে গড়ে ২০২৫ ঘণ্টা (বা ১৬৯ দিন) সূর্যের আলো দেখা যায় [৫] এছাড়া সাধারণত সারা বছরে তাপমাত্রা থাকে সর্বোচ্চ ২৫ °সে (৭৭ °ফা), এবং সর্বোনিম্ন ৪ °সে (৩৯ °ফা)।
খেলাধুলাঐতিহাসিক বেসিন রিসার্ভ মাঠে ১৯৩০ সাল থেকে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। নিউজিল্যান্ডের অত্যন্ত পয়া এই মাঠে পাকিস্তান ও শ্রীলংকার টেস্ট জয়ের রেকর্ড ভালো হলেও ভারতের খুব একটা ভালো নয়। ১৯৬৮ সালের পর কখনোই জয় পায়নি। [৭] গ্যালারিতথ্যসূত্র
বহিঃসংযোগউইকিমিডিয়া কমন্সে ওয়েলিংটন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিভ্রমণে Wellington সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে।
|