ওয়েস্ট ইন্ডিজ এ ক্রিকেট দল নেপালের বিরুদ্ধে পাঁচটি টি২০আই ম্যাচ খেলতে ২০২৪ সালের এপ্রিল ও মে মাসে নেপাল সফর করেছিল।[১] এই সফরটি ওয়েস্ট ইন্ডিয়ান প্রতিনিধি দলের প্রথম নেপাল সফরও ছিল।[২][৩] এই সিরিজটি ২০২৪ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপালের প্রস্তুতির অংশ ছিল।[৪]
দলীয় সদস্য
২৬ এপ্রিল ২০২৪-এ, নেপালি খেলোয়াড় কমল সিং আইরি, বিনোদ ভান্ডারী, লোকেশ বম এবং সাগর ধাকালকে ২০ জন পুরুষের দলে যোগদান করেছিল।[৭]
আনঅফিসিয়াল টোয়েন্টি২০ সিরিজ
১ম আনঅফিসিয়াল টোয়েন্টি২০
- নেপাল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
- রোহিত কুমার পৌডেল (নেপাল) টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি করেন।[৮]
২য় আনঅফিসিয়াল টোয়েন্টি২০
- ওয়েস্ট ইন্ডিজ এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় আনঅফিসিয়াল টোয়েন্টি২০
- ওয়েস্ট ইন্ডিজ এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪র্থ আনঅফিসিয়াল টোয়েন্টি২০
- ওয়েস্ট ইন্ডিজ এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম আনঅফিসিয়াল টোয়েন্টি২০
- ওয়েস্ট ইন্ডিজ এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টীকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ