উত্তর (মহাভারত)
উত্তর (সংস্কৃত: उत्तर) মহাভারতের একটি চরিত্র, মৎস্য বংশের রাজপুত্র, বিরাটরাজের পুত্র। পান্ডবদের অজ্ঞাতবাসের সময় তারা এই বিরাট রাজার প্রাসাদে অবস্থান করছিল। যুবরাজ উত্তরের ভগ্নি উত্তরার সাথে অর্জুনের পুত্র অভিম্যনুর বিবাহ হয়েছিল।[১]
কুরুক্ষেত্র যুদ্ধকুরুক্ষেত্র যুদ্ধে উত্তর পান্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। প্রথম দিনের যুদ্ধে শল্বরাজ উত্তরকে হত্যা করেন। যদ্ধের শুরুতে উত্তর সমবেত কৌরব সেনাদের অভ্যন্তরে তার রথ চালনা করেন। শাল্বরাজ তাকে বাধা দিয়ে তার পরিচয় জানতে চাইলে উত্তর অত্যন্ত অহংকারের সাথে তার সামরিক শক্তি জাহির করে নিজেকে কৃষ্ণের সাথে তুলনা করেন। কারন বিরাট যুদ্ধে তিনি অর্জুনের সারথী ছিলেন। শাল্ব তাকে ভর্ৎসনা করে বেলন যে তার মুখের ভাষা তার শরের চেয়ে অধিক তীক্ষ্ন। উত্তর এর উত্তরে শাল্বরাজকে ভীষনভাবে আক্রমন করেন। উত্তর, শাল্বের ধনুক ভেঙে, তার সারথী ও ঘোড়া হত্যা করেন ও রথের চাকা ভেঙে ফেলেন। শাল্ব অরক্ষিত হয়ে মাটেতে পরে গেলে উত্তর তার দিকে ধনুক তাক করে উপহাসের সাথে বলেন, “এবার কোনটি তোমার জীবন কেড়ে নেবে? আমার মুখের ভাষা না আমার তীর?” শাল্ব তখন তার দিকে একটি বল্লম ছুঁড়ে মারেন। তার আঘাতে উত্তরের মৃত্যু হয়। শাল্ব এই তরুন বীরের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হন এবং শোক প্রকাশ করেন।[৩] তথ্যসূত্র
বহিঃসংযোগ |