মানচিত্র
ইছাকলস ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন ।[ ১] [ ২] [ ৩]
অবস্থান ও সীমানা
উপজেলা হতে যোগাযোগঃ সড়কপথে ৪২ কি.মি.। পূর্বে জালালাবাদ , দক্ষিণে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন , পশ্চিমে ছাতক উপজেলা , উত্তরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদ অবস্থিত।[ ২]
ইতিহাস
কোম্পানীগঞ্জ উপজেলা ৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে সসর্বপ্রথম যাত্রা শুরু করেছিল। পরবর্তীকালে ইউনিয়নটি বেশ বড় হয়ে যাওয়ায় অর্থাৎ জনসংখ্যা যেমন বেশি বাড়ছিল তার সাথে সাথে যাতায়াত করা খুবই কষ্ট সাধ্য হয়ে ওঠেছিল। তারকারণ ছিল মধ্যখানের পিয়াইন নদীটি। তারপর তেলিখাল ইউনিয়নকে ভেঙে ৪ নং ইছাকলস ইউনিয়ন টি গঠিত হয়েছিল।এছাড়া আরও ২ টা ইউনিয়ন গঠিত হয়েছিল ঐ একই সময়ে। সে ২ টি ছিল ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন ও ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন নিয়ে ৬টি ইউনিয়নে রুপান্তরিত করা হয়। তার অন্যতম একটি ০৪ নং ইছাকলস ইউনিয়নপরিষদ ।
এই ইউনিয়নটি ২০০৭-২০০৮ সালে গঠিত হয়। [ ২]
প্রশাসনিক এলাকা
প্রায়-১৯টি গ্রাম । [ ২]
০১. পুটামারা (পূর্ব-পাড়া)।
০২. পুটামারা (পশ্চিম-পাড়া)।
০৩. বিঞুপুর।
০৪. ইছাকলস।
০৫. নিজগাঁও (পূর্ব-পাড়া)।
০৬. নিজগাঁও (পশ্চিম-পাড়া)।
০৭. ফুটকুরাটিলা।
০৮. চৈতনগর।
০৯. টুকের গাঁও।
১০. ভাদেশ্বর।
১১. পুরান পারকুল।
১২. লামা পারকুল।
১৩. নতুন পারকুল ।
১৪. শিবপুর।
১৫. দূর্গাপুর।
১৬. চেঙ্গাকই।
১৭. চিলাডহর
১৮. কলাপাড়া।
১৯. যোগিরগাঁও।
আয়তন ও জনসংখ্যা
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হারঃ ২০.১%।[ ২]
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ সরকারী-০৬টি
বেসরকারী-০৬টি।
হাফিজিয়া মাদরাসাঃ ০৫ টি।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০১ টি।
কিন্ডারগার্টেন স্কুলঃ০১টি।
মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০২টি।
মাদ্রাসার সংখ্যা কওমী-০২টি, অন্যান্য-০১টি।
দাখিল মাদরাসার সংখ্যাঃ ০১টি।
মসজিদ- ৩০ টি।
মন্দির- ০৩টি।
বড় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
প্রতিষ্ঠানের তালিকা
দর্শনীয় স্থান
হাট বাজার
*১. পারকুল বাজার।
*২. পুটামারা বাজার।
*৩. ইছাকলস বাজার।
*৪. বাগজুর বাজার।
ইউনিয়নের সদস্যগণ
বর্তমান সদস্যদের তালিকা
ইউ/পি চেয়ারম্যান=হাজী মোঃকুটি মিয়া।
ইউ/পি সচিব=মোঃশাহাব উদ্দীন।
ইউ/পি নিবন্ধক=মোঃজাকারিয়া ইসলাম।
গ্রাম পুলিশ=
১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য=
৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য=
৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য=মোছাঃরাজিয়া খাতুন(নতুন পারকুল)।
১ নং ওয়ার্ডের সদস্য=
২ নং ওয়ার্ডের সদস্য=
৩ নং ওয়ার্ডের সদস্য=
৪ নং ওয়ার্ডের সদস্য=
৫ নং ওয়ার্ডের সদস্য=
৬ নং ওয়ার্ডের সদস্য=
৭ নং ওয়ার্ডের সদস্য=মোঃআব্দুস সালাম(লামা পারকুল)।
৮ নং ওয়ার্ডের সদস্য=মোঃকয়েছ আহমদ(নতুন পারকুল)।
৯ নং ওয়ার্ডের সদস্য=মোঃশাহিদ আলী(কলাপাড়া)।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- আলহাজ মোঃকুটি মিয়া,ইছাকলস গ্রাম[ ২]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং
চেয়ারম্যানের নাম
সময়কাল
০১
আবু সাইদ আব্দুল্লাহ
১৯৯২-১৯৯৭
০২
মো: সাইস্তা মিয়া
২০০৩-২০১১
০৩
এম. এখলাছুর রহমান
২০১১-২০১৬
০৪
আলহাজ মোঃকুটি মিয়া
১৮/০৮/২০১৬-বর্তমান
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ