পূর্ব গৌরীপুর ইউনিয়ন
পূর্ব গৌরিপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[১][২][৩] অবস্থানবালাগঞ্জ উপজেলা সদর হতে “জিরো” পয়েন্ট হয়ে চাঁনপুর সিলেট রাস্থায় ১০কি.মি. দূরত্বে ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান৷ নদীপথে: বালাগঞ্জ উপজেলা সদর হতে ফেঞ্চুগঞ্জ উপজেলা পর্যন্ত কুশিয়ারা নদীপথে প্রায় ১৬কি.মি.। নদী পথে প্রায় ১০ কি.মি. দূরত্বে ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান৷ ইউনিয়ন পরিষদের ভবন কায়েস্থঘাট গ্রামে, ৪ নং ওয়ার্ডে পূর্ব গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত। ইউনিয়ন পরিষদ হইতে দক্ষিন দিকে স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। ইতিহাসইউনিয়নের কার্যক্রম ১৯৭৫ সাল থেকে শুরু হয়। এই ইউনিয়নের সামন দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদী। ১৯৭৪ সালে নতুন ইউনিয়ন পরিষদ ভবন তৈরি হয়। প্রতিষ্ঠাকালে শুধু গৌরীপুর ইউনিয়ন নামে ছিলো। পরবর্তিতে গৌরীপুর ইউনিয়নকে ২টি ইউনিয়নে ভাগ করা হয় ১। পশ্চিম গৌরীপুর ইউনিয়ন। ২। পূর্ব গৌরীপুর ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান এম,মুজিবুর রহমান (২০২২)। √সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ১। আব্দুল মতিন।(বি,এন,পি) ২। মাওলানা তরিকুল ইসলাম। (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৩। এডবোকেট মখলু মিয়া( বাংলাদেশ আওয়ামীলীগ) আয়তন ও জনসংখ্যাআয়তনঃ ৪৬৮৬ একর। মোট জনসংখ্যা: ১৯,০০০ জন। গ্রাম সমূহগ্রামের সংখ্যা: ১৩ টি। ১। মৈশাষী ২।হামিদপুর ৩।সাদেকপুর ৪।রোকনপুর ৫।চকদৌলতপুর ৬।মধুরাই ৭। কোনা মধুরাই ৮।কায়েস্তঘাট ৯।কান্দিগাঁও ১০।মুসলিমাবাদ ১১।আমজুর ১২। হাঁড়িয়ারগাঁও ১৩। নূতন সুনামপুর
শিক্ষাশিক্ষার হারঃ- ৯৫% প্রতিষ্ঠান সংখ্যা
শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ১। পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়। ২।মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়। ৩। অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়। ৪। হযরত ওমর (রাঃ) একাডেমি। ৫। মুসলিমাবাদ হাফিজিয়া আলিম মাদ্রাসা। ৬।কায়েস্তঘাট দারুছুন্নাহ মাদ্রাসা ৭।নতুন সুনামপুর মাদ্রাসা। হাট-বাজার
খাল ও নদী
তথ্যসূত্র
বহিঃসংযোগ |