নজিপুর সরকারি কলেজ
নজিপুর সরকারি কলেজ একটি সরকারি কলেজ যা রাজশাহী বিভাগের, নওগাঁ জেলার, পত্নীতলা উপজেলায় অবস্থিত। ময়েজ উদ্দিন মন্ডল ১৯৭৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।[১][২][৩] এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের (স্নাতক) সন্মান কোর্স পরিচালনা করে। এছাড়াও রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এটি উচ্চমাধ্যমিক কোর্স পরিচালনা করে। ইতিহাস১৯৭৯ সালে নজিপুর মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু করা এ কলেজটির একাডেমিক কার্যক্রম প্রথম দিকে নজিপুর উচ্চবিদ্যালয়ে শুরু হয়। ১৯৭৭ সালে ডি.বি.বি, রাজশাহী এর সাহায্যে নজিপুর সরকারি কলেজ তার নিজস্ব জমিতে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ৬ এপ্রিল ১৯৮৪ সরকারীকরণ করার জন্য গৃহীত হয় এবং ধীরে ধীরে তা ডিগ্রী কলেজে উন্নীত হয়। ৮ ডিসেম্বর ১৯৮৪ সালে জাতীয়করণের মাধ্যমে ১ জানুয়ারী ১৯৮৫ সালে এটি সরকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায় ।[২][৩] গ্রন্থাগারনজিপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার কিছু সময় পর থেকেই এর গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় পরে এটিকে সমৃদ্ধ করা হয়। এখানে প্রায় ৩০০০ বই রয়েছে। অনুষদসমূহ
ডিগ্রি পাস শাখা
অনার্সইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বাংলা বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ হিসাববিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ ইংরেজি বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগ অর্থনীতি বিভাগ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিভাগ আবাসিক হলনজিপুর কলেজ হোস্টেল নামে একটি আবাসিক ছাত্র হোস্টেল রয়েছে। তথ্যসূত্র
|