সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, কুষ্টিয়া
সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি সরকারি মহিলা কলেজ। কলেজটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে কলেজটি সরকারি কলেজ উন্নীত হয়।[১] ইতিহাসবর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগ দৌলাতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আওয়ামী গবেষক জননেতা রেজাওনুল হক রেজু চেয়ারম্যান উক্ত কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বঙ্গমাতার বাংলাদেশের মানুষের উপরে আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ, জননেতা রেজওয়ানুল হক রেজু চেয়ারম্যান ১৯৯৮ সালে কলেজটির নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ হিসাবে উপস্থাপন করনে।১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হবার পরে ব্যপক প্রতিকূলত মাঝে, ২০০১ পরবর্তীতে চাদলীয়় জোট সরকারও বিএনপির আমলে কলেজটির মূল ইমারতের ব্যাপক ক্ষতিসাধিত হয়। জনাব রেজওয়ানুল হক রেজু নিজের ভিটা মাটি বিক্রি করে কলেজটির মূল ইমারত ও শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা সহ ২০১৮ সাল পর্যন্ত বিভিন্নভাবে টিকিয়ে রাখেন। পরবর্তীতে ২০১৮ সালে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বিষয়টি নজরে এলে তিনি এই কলেজটিকে সম্পূর্ণ সরকারি করার নির্দেশ দেন।[২] প্রশাসনিক তথ্য
তথ্যসূত্র
|