সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ
সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক, সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠ দান করা হয়। ইতিহাস১৯৯৯ সালে ১ ডিসেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের, ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার অন্তর্গত খালিশপুর বাজারে কলেজটি প্রতিষ্ঠিত হয়।[১] ২০১৩ সালে কলেজটি সরকারিকরণ করা হয়।[১] বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান এর নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয়।[২] কলেজ ক্যাম্পাসে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রন্থগার ও স্মৃতি জাদুঘর। ২০০৭ সালে খালিশপুরে সরকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করে।[৩] কলেজের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। নদের পাশে ও কলেজের সামনের অংশে রয়েছে ৩৭ বিঘা খাস জমি। এখানে আছে একটি কুঠি বাড়ি যা নীলকুঠি নামে পরিচিত। কুঠি বাড়ির চার পাশে রয়েছে শত বছরের বড় বড় আম গাছ। এখানে ছিলো গাড়ি রাখা ও বৈকালীন অবকাশ যাপনের যায়গা। এগুলো আঠারো শতকে নির্মিত হয়েছিল। শিক্ষাকার্যক্রমবর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমও চালু রয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে হতে অনার্স কোর্স চালু হয়।[৪] সামাজিক বিজ্ঞান অনুষদ:
কলা অনুষদ:
ব্যবসায় শিক্ষা অনুষদঃ
বর্তমান শিক্ষার্থী ও পরিকাঠামোবর্তমানে কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার। তথ্যসূত্র
|